বইটি তে যে সকল বিষয় গুলো জানতে বা শিখতে পারবেন।
ভূমির মালিকানা ও দখল:
* ভূমির মালিকানা নিশ্চিত করার পদ্ধতি
* দখল ও মালিকানার মধ্যে পার্থক্য
* দখল রক্ষা ও আইনগত সুরক্ষা
ভূমি রেজিস্ট্রেশন ও খতিয়ান:
* নামজারি ও মিউটেশন করার প্রক্রিয়া
* খতিয়ান ও পর্চা সম্পর্কিত তথ্য
* ভূমির দলিল যাচাই ও জালিয়াতি প্রতিরোধ
ভূমি কর ও সংক্রান্ত আইন:
* ভূমি উন্নয়ন করের হিসাব ও পরিশোধের নিয়ম
* ভূমি কর ফাঁকি ও এর পরিণতি
* বিভিন্ন জমির জন্য কর কাঠামো
ভূমি বিরোধ ও নিষ্পত্তি:
* জমিজমা নিয়ে সাধারণ বিরোধ এবং এর সমাধান
* আদালতের মাধ্যমে বা স্থানীয় প্রশাসনের সহায়তায় বিরোধ নিষ্পত্তির পদ্ধতি
* ভূমি দখল ও উচ্ছেদ সংক্রান্ত আইন
ভূমি ক্রয়-বিক্রয় ও দলিল রেজিস্ট্রেশন:
* নিরাপদে জমি কেনাবেচার পদ্ধতি
* জমির দলিল তৈরির সঠিক নিয়ম
* ফ্রড এড়ানোর উপায়
সরকারি জমি ও বন্দোবস্ত:
* খাস জমি, খতিয়ানভুক্ত জমি ও সরকারি জমির নীতিমালা
* কৃষিজমি, বাসস্থানের জন্য বরাদ্দ ও বন্দোবস্ত নীতি